আমি যে জলসাঘরে…
ছোটবেলায় সিমলেপাড়ায় বক্সিং করতেন। আসা-যাওয়া হতো কুস্তির আখড়ায়। সেই মান্না দে কি না গানের আকাশ ভরিয়ে দিলেন আপামর মানুষের। কী বাংলা কী হিন্দি, চলচ্চিত্র কিংবা জলসা কোথায় নেই মান্নার গান। আজ গানের জলসা ছেড়ে এই কিংবদন্তিতুল্য শিল্পী অন্য ভুবনে পাড়ি জমিয়েছিলেন। মৃত্যুদিনে থাকল তার প্রতি…